Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
এলেম শাহ্ এর মাজার শরীফ
Details

হযরত শাহ্ জালাল (রহ:) ও হযরত শাহ্ সুলতান কমরুদ্দিন রুমী (রহ:) পূণ্য স্মৃতি বিজরিত ভূমি বাংলাদেশের ঢাকা বিভাগের নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলাধীন ২নং বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের ঝিমটি গ্রামে ১৪০০-১৫০০খ্রি: এর মাঝামাঝি সময়ে আদ্ধাতিক সাধক এলেম শাহ্ এর জন্ম গ্রহণ করেন। এ সাধক নিজ সাধনায় সৃষ্টি ও স্রষ্টার সানিধ্য অর্জন করেন। তিনি পৈত্রিক স্বত্ত্বে অত্র এলাকার বাসিন্দা হয়ে অত্র এলাকায় বিরাজমান করেন। জীবনের এক পর্যায়ে স্থানীয় জমিদার কর্তৃক নির্যাতিত হন। তিনি এত নির্যাতনের শিকার হয়েও অত্র এলাকার জনসাধারনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। প্রায় শত বছর বয়সে চির যুবক এ সাধক মৃত্যুবরণ করেন।