কংস নদীর বুক ছিড়ে কলুংকার খাল নামে কিছুদূর অগ্রসর হয়ে দত্ত খিলা নাম ধরে ডিঙ্গাপোতা হাওরে পতিত হয়। মৃত প্রায় এই নদীটি শুকনো মৌসুমে শুকিয়ে যায়। বর্ষায় তার পূর্ণ যৌবন ফিরে পায়। এই নদীর উভয় তীরে ৫-৭টি গ্রাসের অবস্থান। বর্ষার মৌসুমে এই নদী দিয়ে অনেক যাত্রীবাহী ট্রলার, ধানের নৌকা, বালির নৌকা ইত্যাদি উপজেলা সদর থেকে ভাটি অঞ্চলের বিভিন্ন স্থানে বিভিন্ন গ্রামের যোগাযোগ বিদ্যমান। এই নদীর মাছ ধরে অনেক জেলে তাঁদের জীবিকা নির্বাহ করে। এই নদীর বোয়াল মাছ আশপাশ এলাকার জন্য খুবই প্রসিদ্ধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস